পথ আমায় পথিক করেনি

প্রকাশ | ১৩ মার্চ ২০২০, ০০:০০

রহমান মুজিব
ধূলির সুরমা ওড়া পথে আমি মাটির কারুকার্য পথ-আমাকে যতই আঁকো বিবশ মাটির পুরুষ তবু আমি তোমার না তবু আমি পথিক না নদীজলের কান খাড়া স্রোতের জোয়ারভাটা দুচোখে গেঁথে গেছে উপসংহারহীন পথিক অদৃষ্টের জানালায় রোদের একফোঁটা অক্ষরে কেউ বা লিখে গেছে জলকলসের ভোর কেউ পারেনি আমিই কী পথ রেখায় গতিবিদ্যার নামফলকে আকীর্ণ করতে পেরেছি পথিক জীবন পরানের ভেতর হাঁটা...