পালাবো কোথায়?

প্রকাশ | ১৩ মার্চ ২০২০, ০০:০০

হাফিজ উদ্দীন আহমেদ
কোথায় পালাবো বলো? কোন পথ খোলা এখনো? রোদের রুমালে মুছি চিবুকের ঘাম নতুন করে শুরু হয় মিগযুগ বরফ গলা জলে সাগরের ঢেউয়ের উপর স্বপ্নের জাহাজ ভাসে কারের মাস্তুল বেয়ে নামে পূর্ণিমা চারদিকে খেলা করে বিনিদ্র রাত এমন অন্ধকারেও দীর্ঘশ্বাস একাকী এই মনে বারান্দা বানায় সব পথ আগলে সে একা তৈমুর লং হয়ে রোজ খোঁড়া পায়ে জানালাটা ঠেলে আটকায়।