কে বলে তুমি নেই

প্রকাশ | ১৩ মার্চ ২০২০, ০০:০০

এম আর মনজু
কে বলে তুমি নেই- তুমি আছ কোটি কোটি বাঙালির হৃদয়ের ভাঁজে ভাঁজে, দোয়েল, শ্যামা, ঘুঘু, কোকিলের গানে- আরো নানান পাখিদের কলতানে। সোনালি ধানের আড়ায় কৃষানির আঙিনায়- হাল ছেড়ে লাঙল কাঁধে কৃষকের মেঠো পথে রাখালের বাঁশী আর পালতোলা নৌকায় মাঝিদের ভাটিয়ালি সুরে সুরে বয়ে চলা নদীর ঢেউয়ের তালে তালে। তুমি আছো- রবে যুগ যুগ ধরে আগামী প্রজন্মের প্রতিটি ঘরে। তুমি রয়ে বহমান- বাঙালি জাতির পিতা তুমি শেখ মুজিবুর রহমান।