ভ্রান্ত কুহক

প্রকাশ | ২০ মার্চ ২০২০, ০০:০০

ইদ্রিস সরকার
কে যাও মন ময়ূরী? কে যাও ছায়া হরিণী? নাকি রাতের কুহক? কে যায় কে ধায় ঢেউয়ের মতো? নৃত্য করতে করতে মহাকালের শরীর দলিত মথিত করে সে কে ধায়? কে যায় কে ধায় পুরনো ধারাপাতের সহজ-সরল শিক্ষা ভেঙে ভেঙে সুদূর যাত্রায়? কে যায় কে ধায় মহাকালের এসব খন্ড খন্ড চিত্রে রক্তাক্ত সময় ধরে বহু মর্মরিত পাথর ও ফুল ভেঙে সে কে ধায়? কাঁধে সমস্যার ঝোলা ঝুলিয়ে দারুণ গতিতে কে যায় বিহারে? কে ভাঙে সুন্দর প্রেম? কে ভাঙে বিশাল সেতু মহামিলনের শ্যামল জীবন ধরে ফল ফসল ছিঁড়ে কে ধায়? কে ধাও মন ময়ূরী? কে যাও ছায়া হরিণী? নাকি রাতের কুহক? কে যায় কে ধায় ঢেউয়ের মতো নৃত্য করতে করতে মহাকালের গর্ভে সময় দলিত মথিত করে সে কে ধায়?