তোমারই প্রতীক্ষায় আজ

প্রকাশ | ২০ মার্চ ২০২০, ০০:০০

শাকিলা নাছরিন পাপিয়া
তুমি নেই কেউ রাখে না নির্ভরতার হাত ধর্ষিতার নিঃস্ব মাথায়। মা বলে সম্বোধনে মুছে দেয় না গস্নানির অনল। তুমি নেই- কোটি কোটি জনগণ এক হয় না দাঁড়ায় না হাতে হাত রেখে পাশে। বিচ্ছিন্ন দ্বীপের মতো নিজকে নিয়ে ব্যস্ত সবাই। তুমি নেই- বটবৃক্ষের ছায়া নেই কাঁদবার জন্য প্রশস্ত বক্ষ নেই। মুক্তি প্রয়োজন বোঝে না কেউ অবিচল দাঁড়ায় না কেউ ভালোবেসে। শত বছর শেষে তাই তোমারই পুনর্জন্মের প্রতীক্ষায় ক্রান্তিকাল অতিক্রান্ত জাতি আজ ডাকে তোমায়- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।