নৈবদ্যের শূন্যতায়

প্রকাশ | ২০ মার্চ ২০২০, ০০:০০

মিলটন সফি
নিপাট শূন্যতার ভেতর বুকের মধ্যে খেলা করে বন্দি বাতাস চোখ বন্ধ করে অতি দূরে দেখতে পাই বসন্ত উৎসবে মেতেেেছ নগরী, ছুটেছে ফোয়ারা কিন্তু তাতে কোথায় যেন গোধূলির রং মিশে গেছে তখন মনের মধ্যে মনের আঁচড়, তুমি ভালো আছো তো? অবনীর সমস্ত সুখগুলো হাতের কাছে পেয়েও যখন তোমাকে ফিরিয়ে দিতে হয়েছিল তোমার কী খুব কষ্ট হয়েছিল তখন তুমি কী তখন আর্তনাদ করেছিলে হারানোর ভয়ে অথবা না পাওয়ার লজ্জায়? বাতাস বইছিল না তখন, হৃদয়ের টিকটিক বন্ধ ছিল আমি বেঁচেছিলাম, বেঁচে আছি, হয়তো বেঁচে থাকব। তোমার বন্দিত্ব থেকে মুক্তি নিয়ে আমি চির বন্দি হয়ে থাকব, নৈবদ্যের শূন্যতায়।