স্বাধীনতার মন্ত্র

প্রকাশ | ২০ মার্চ ২০২০, ০০:০০

আলমগীর খোরশেদ
নাগিনের বিষাক্ত ছোবল ব্যথায় নীল বাঙালি জাতি, বৈষম্য, ভেদাভেদ, নিপীড়ন শান্তিবোধের উঠোন জুড়ে দিয়েছে দেয়াল। ক্ষমতা হস্তান্তরে তালবাহানা ছলচাতুরী, মিথ্যা মামলা, সময় ক্ষেপণ, পল্টি খাওয়া, ভোল পাল্টানো রক্ত চক্ষু, দমন, পীড়ন। সাত মার্চ উনিশশ' একাত্তর ঢাকার রেসকোর্স ময়দান লোকারণ্য, অপেক্ষায়, কখন আসবেন মহামানব কান্ডারি জাতির, শেখাতে নতুন মন্ত্র। 'এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো, সাড়ে সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না' শোনালেন নেতা, উনিশ মিনিটের অগ্নি মন্ত্র। দামাল ছেলেরা পূর্ব পুরুষের হাত ধরে জেগে উঠে, দেশ-মাকে রক্ষার তাগিদে নয় মাস চলে রক্তের হোলি খেলা আনে লাল সবুজ পতাকা, আর শ্যামলিমা বাংলাদেশ।