বসন্তের লোবান

প্রকাশ | ২০ মার্চ ২০২০, ০০:০০

হাসান ইকবাল
বসন্তের বর্ণালি দিনে এত আয়োজন এত রঙের ফানুস ওড়ে স্মৃতির আকাশে, তবু কেন কোকিলের কণ্ঠে বিষাদের পদাবলি তবু কেন বিরহী বাতাসে গন্ধ বিলায় বেদনার গোলাপ? বসন্ত বিলাসে গ্রহণ লেগেছে গ্রহ থেকে গ্রহান্তরে, গোলক-ধাঁধায় পথ ভুলে, তুমি আমি যাই চলে কষ্টের কার্পাস বনে, বিরহ বিভাজনে। লাবণ্যদীপ্ত আঁধারে রঙের লোবান ওড়ে আকাশে শুধু চৈত্রের ধূলি ধূসরিত দিনে আমি আজও বসন্তহীনা।