তোমার চোখের নীলে

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ০০:০০

রোকেয়া ইউসুফ
ঠেঁাট যে তোমার মাঝ ফাগুনের পলাশ ফোটা লাল বসন ধবল কাশের মতো ঢেউ জাগানো শাদা চুলগুলো হায় মিশমিশে ওই বষার্ রাতের কালো তাই দেখে এই কৃষ্ণহৃদয় বাসলো তোমায় ভালো। রাজহংসী চলন তোমার কঁাপন তোলে বুকে দেহের ভঁাজে আছড়ে পড়ে সাত সাগরের ঢেউ হরিণ চপল চাউনি তোমার হানলো যে বাণ দিলে মরণ আমার হবেই এবার তোমার চোখের নীলে।