মানুষের চিন্তাগুলো

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ০০:০০

শাশ্বত হাসান
অচেনা অতিথি গ্রীষ্মের উষাদশর্ন প্রয়োজন তোমাকে আশীবার্দ ধন্যবাদ নয় এই ঘাস ফুল মৃত্তিকা রাখলাম উপহার। সদানন্দ বাড়ি গেছে ফিরে না রুপালি ভোজন কক্ষে মাতাল সকাল, মহাকাল। এই আগুন, সমুদ্র, পাথর, মাটি বাস্তব ফাগুন গেছে কৃষ্ণচ‚ড়া গেছে পাথর খঁাড়িতে আগুন জ্বলে না। অচেনা অতিথি রাত্রির মধ্য দিয়ে দেশলাই জ্বালাও হৃদয় জ্বালাও বাতির উজ্জ্বলতা দিনের মতো হয় না। মানুষের চিন্তাগুলো পদার্র জালে বন্ধি মেঠো পথ হঁাটতে হঁাটতে জানলাম।