মানুষ

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ০০:০০

স্বরূপ মÐল
আমার পঁাজর অসম্পূণর্তায় ভোগে অ্যানাটমি বোঝে না সে ভাষার ক্রন্দন সবকিছু পরিপাটি হলে মানুষ হওয়া দায় মানুষ হলে কী এসে যায় মানুষের আড়ালে মানুষ অন্যকিছু প্রিয় আসবাব অথবা নিপুণ নিটোল যৌনতা বংশ বিস্তারের খেয়াল সরগম যেথা ভেসে ওঠে ভালোবাসা অবয়ব তাতে প্রশান্তি আসে এক মুখ আসে হাসি-মোহান্ধতা এটুকু মোহ নিয়েই বঁাচি অন্ধ হয়ে বঁাচি বেঁচে থাকি মোহে ছুটে চলি তার অভিমুখে আসলে মানুষ মোহগামী