স্বপ্নদ্রষ্টা

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ০০:০০

জাহিদ হোসেন
তোমার শৈশবে আমি তোমার খেলার সঙ্গী ছিলাম, তোমার ছাত্রজীবনে তোমার ভালো বন্ধু তোমার রাজনীতির পরিমÐলে আমি সহযোগী ছিলাম, তোমার রাজনৈতিক নেতৃত্বে আমি তোমার অনুসারী ছিলাম, তোমার বাঙ্গালী জাতীয়তাবাদী চেতনায় আমি মুগ্ধ ছিলাম, তোমার সংগ্রামী স্বাধীকার আন্দোলনে আমি রাজপথের সৈনিক ছিলাম, তোমার দেশমাতৃকার আদশর্ ও লক্ষ্যে আমি অনুপ্রাণিত ও অবিচল ছিলাম, তোমারই আহŸানে আমি মহান মুক্তিযুদ্ধে ছিলাম, তোমার প্রতিবার বন্দিজীবনে আমি বিপ্লবী ছিলাম, তোমার দেশ নেতৃত্বে আমি গবির্ত নাগরিক ছিলাম, তোমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রে আমি উদ্বিগ্ন ছিলাম, তোমাকে হারিয়ে আমি তোমারই জীবন আদশের্র সৈনিক হলাম।