আমার ছাপ্পান্ন

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ০০:০০

স.ম. শামসুল আলম
দুই শত ছয় খানা অস্থি এক নিষিদ্ধ জানালা না এপাশে দেখি না ওপাশে অবরুদ্ধ অশ্রæগুলো শুধু জমে ঝরে না কখনো কে যেন আলো দেখার নামে সূযর্সমেত আকাশ কে যেন বৃষ্টি ঝরার কথা বলে ধূসরিমা মেঘ আমি ভাবি প্রেম অথচ জানালা গলে যতœহাসি ঢলে ঢলে পড়ে দুঃখগুলো আরও দৃশ্যমান কাজ করি খানা খাই গান গাই পদ্য পড়ি মাঝে মাঝে কঁাদি হেতু আছে নাকি অহেতুক মমর্-পীড়ন জীবন সবখানে সব ভাষা মানায় না সকলেই জানে জানালার ছিটকিনি খোলা বড় বিপজ্জনক ভালোবাসা বদ্ধ থাক পথ খোলা ঠিক নয় এত কিছু ভেবে ভেবে অবশেষে নিজের কাছেই ফিরে আসা জেগে দেখি সন্ধ্যা নয় রাত নয় দিন নয় নয় কোনো সকাল বিকাল অদ্ভুত সময় অতিক্রমÑ হো হো করে হেসে ওঠে আমার ছাপ্পান্ন।