কবিতার জমিনে

প্রকাশ | ৩১ আগস্ট ২০১৮, ০০:০০

আদ্যনাথ ঘোষ
আর কত পোড়াবে আমার এই দেহ মন বিবেকের অরূপ সত্তাÑ পোড়াতে পোড়াতে করে দাও নিঃশেষ হয়ে যাই ভষ্ম ছাই। জীবনের মৃত্তিকা ফলায় অঘ্রাণের সোনালি ধান কচি সবুজ ঘাসÑ ফুলের সৌরভÑ লতাÑপাতা, ফুলÑপাখি, নদী সাগর সৈকতÑআর পাহাড়ি ঝরনাধারা রক্তাক্ত বণর্মালায় যৌবন জোয়ারে খসে পড়ে কবিতার পঙ্ক্তিমালা। তাইতো আমার হৃদয় থেকে ঝরে পড়ে কবিতার ফুল পাখি গান অঝোর বৃষ্টির মতো ফেঁাটার পর ফেঁাটায়।