শতরঞ্জি হস্তশিল্পে স্বাবলম্বী নারী

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
রংপুরের শতরঞ্জি ফিরে পেয়েছে তার পুরনো ঐতিহ্য। এই শিল্পের সঙ্গে জড়িয়ে কয়েক হাজার নারী-পুরুষ কাজ করছেন। তারা স্বাবলম্বী হয়েছেন। তৈরি করছেন নকশাখচিত শতরঞ্জি। এই শতরঞ্জি এখন বিশ্বের ৩৬টি দেশে রপ্তানি হচ্ছে। হস্তজাতশিল্প থেকে বছরে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে প্রায় ৪০ লাখ মাকির্ন ডলার। শতরঞ্জিপল্লীতে নারীÑ শতরঞ্জি বুননে ব্যস্ত। শিরিনা বেগম (৩৫) বললেন, ‘দীঘর্ ১০ বছর থেকে কাজ করছি।’ রংপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষাথীর্ মারুফা বেগম দুই বছর থেকে এই কাজের সঙ্গে জড়িত। সে জানায়, পড়াশোনার ফঁাকে এই কাজ করতে বেশ ভালোই লাগছে। এতে কিছু আয় হয়। এই টাকা পড়াশোনার কাজে লাগছে। রাশেদা বেগম (৪০) আট বছর ধরে কাজ করছেন। শতরঞ্জি বুননের টাকায় যা আয় হয়, তা দিয়ে সংসার ভালোভাবেই চলছে। রাজিয়া সুলতানা (২৫), মাছুরা খাতুন (২২), আখিরা খাতুন (২৫), রঞ্জিনা বেগম (৪৫), আজমিয়া বেগম (২৭), মৌসুমী বেগমসহ আরও অনেকেই বললেন, হস্তজাত এই শতরঞ্জি শিল্পের সঙ্গে জড়িয়ে তাদের জীবন-জীবিকা চলছে। প্রতিদিন একজন শ্রমিক ১০ থেকে ১৫ বগর্ফুট শতরঞ্জি বুনতে পারেন। প্রতি বগর্ফুটে তারা ১৫ টাকা করে মজুরি পেয়ে থাকেন।