কোথায় থাকবে ওরা

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
আমাদের বতর্মান সমাজব্যবস্থায় একজন মা তার ছোট শিশুকে কোনো নিরাপদ আশ্রয়ে রাখার নিশ্চয়তা না পেলে সন্তানকে রেখে কাজের জন্য ঘরের বাইরে যেতে পারেন না। তাই অনেকের চাকরি করার ইচ্ছা থাকলেও সন্তানের নিরাপত্তার কথা ভেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। নারীদের অথর্নীতিতে সমঅধিকার নিশ্চিত করতে কমর্জীবী মায়ের সন্তানদের দিবাকালীন সেবা প্রদানের লক্ষ্যে মহিলাবিষয়ক অধিদপ্তর কতৃর্ক শিশু দিবাযতœ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে মহিলারা নিজ নিজ কমের্ক্ষত্রে নিশ্চিন্তে কাজ করার আস্থা পাবে। সরকারের রাজস্ব বাজেটের আওতায় ঢাকা শহরে সাতটি এবং ঢাকার বাইরে বিভাগীয় শহর রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনাসহ মোট ১২টি ডে-কেয়ার সেন্টার নিম্নবিত্ত শ্রেণির কমর্জীবী-শ্রমজীবী মহিলাদের শিশুদের জন্য পরিচালিত হচ্ছে। ডে-কেয়ার সেন্টার থেকে শিশুদের যেসব সেবা প্রদান করা হয়ে থাকে সেগুলোর মধ্যে রয়েছে শিশুদের পরিচ্ছন্ন রাখা, প্রাথমিক স্বাস্থ্য পরিচযার্, শিশুদের সুষম খাবার, প্রাক-স্কুল শিক্ষা প্রদান, ইনডোর খেলাধুলা ও চিত্তবিনোদনের সুবিধা। এ ছাড়া এখানে শিষ্টাচার, পরিবেশ ও স্বাস্থ্যসংক্রান্ত জ্ঞান প্রদান করা হয়। এসব সেন্টারে শিশুদের মাতৃস্নেহে লালন করা হয়। প্রতি মাসে একদিন শিশুদের উন্নতমানের খাবার (পোলাও, মাংস, ডিম, সালাদ-লেবু) প্রদান করা হয়। এ ছাড়া চিত্তবিনোদনের জন্য টিভি, ভিডিও চিত্রের প্রদশর্ন এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।