শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ হলো 'উইমেন এন্টারপ্রেনিওরশিপ কংগ্রেস-২০২০'

নন্দিনী ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২০, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে ৩ দিনব্যাপী (১৯ নভেম্বর-২১ নভেম্বর) ভার্চুয়াল 'উইমেন এন্টারপ্রেনিওরশিপ কংগ্রেস-২০২০'-এর সমাপনী অনুষ্ঠান ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্ট আপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা জাবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক বিউটি আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে নারী উদ্যোক্তাদের অবদান রয়েছে। নারীরা এখন ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনেক ভালো করছে। এ কথা স্বীকার করতেই হবে যে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পেছনে নারী উদ্যোক্তাদের বিরাট ভূমিকা রয়েছে। সারাদেশে হাজার হাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তা রয়েছেন। তাদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এ জন্য সরকারি বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা বরাদ্দ রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ কংগ্রেসে সারা বিশ্ব থেকে ৬৫ জন বক্তা বিভিন্ন সেশন পরিচালনা করেন। তিন দিনের এ কংগ্রেসে অন্তত ১০ হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। এর আগে গত ১৯ নভেম্বর মরিশাসের ষষ্ঠ প্রেসিডেন্ট অমিনাহ গারিব ফাকিম 'উইমেন এন্টারপ্রেনিওরশিপ কংগ্রেস-২০২০'-এর উদ্বোধন করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে