ধর্ষণ ও হত্যার ঘটনায় শাস্তির দাবি

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

নন্দিনী ডেস্ক
বাংলাদেশে মহিলা পরিষদ ১৪ জানুয়ারি কলাবাগানে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাস্টারমাইন্ড স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। মানববন্ধন কর্মসূচির সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র আইনজীবী দীপ্তি সিকদার। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, ঢাকা মহানগর কমিটির সহসাধারণ সম্পাদক মঞ্জু ধর, লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক মাকছুদা আক্তার, নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর পরিবারের পক্ষে তার মা শাহনূরী আমিন ও সহপাঠীরা। মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের ঢাকা মহানগরের লিগ্যাল এইড সম্পাদক শামীমা আফরোজ আইরিন, আন্দোলন সম্পাদক জুয়েলা জেবুন-নেসা খান, আইনজীবী ফাতেমা খাতুন, অ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী, সাংবাদিকরা এবং সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।