প্রাথমিক শিক্ষাস্তরে কন্যাশিশুর ঝরে পড়ার সংখ্যা বেশি

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
প্রাথমিক শিক্ষাস্তরে ছেলেশিশু ও কন্যাশিশুর সংখ্যা ভতির্র সময় সমান হলেও কন্যাশিশুদের মধ্যে ড্রপআউট বা ঝরে পড়ার সংখ্যা বেশি। ৩৩ শতাংশ মেয়েশিশু প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে পড়ে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পযর্ন্ত ছাত্রীদের ঝরে পড়ার হার ১৭.৭২ এবং মাধ্যমিক ৪৫.৮০ ভাগ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর পযাের্য় মেয়েদের ভতির্র হার এখনো পুরুষের তুলনায় কম। বিজ্ঞান, প্রযুক্তি, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় নারীদের ভতির্র হার অনেক কম। কৃষি ও প্রকৌশল শিক্ষায় মেয়েদের সংখ্যা মাত্র ৯ শতাংশ। ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা রয়েছে, যা অবশ্যই ইতিবাচক। কিন্তু অনেক ক্ষেত্রে এই উপবৃত্তির বিভিন্ন শতের্ মানা হয় না বলে অভিযোগ রয়েছে। ছাত্রী উপবৃত্তির ক্ষেত্রে ৭৫ শতাংশ। উপস্থিতি, ৪৫ শতাংশ নাম্বার প্রাপ্তি, অবিবাহিতা থাকা ইত্যাদি আবশ্যিক পূবর্শতর্ মানা হয় না বলে অনেক অভিযোগ রয়েছে। ফলে আথির্ক সুবিধার জন্য ছাত্রী ভতির্র হার বৃদ্ধি পেলেও তারা মানসম্মত শিক্ষা অজর্ন করতে সক্ষম হচ্ছে না।