বাংলাদেশি তরুণী মিথিলের বিশ্বরেকর্ড

প্রকাশ | ৩১ মে ২০২১, ০০:০০

নন্দিনী ডেস্ক
ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশি তরুণী সাজিয়া আফরিন সুলতানা মিথিল। মিথিল দীর্ঘতম সময়ে টুথপেস্টের একটি পরীক্ষা করার মাধ্যমে তিনি এই রেকর্ডটি গড়েছেন। গত ১৭ই মে 'ইন্ডিভিজুয়াল ও এক্সট্রাঅরডিনারি' ক্যাটাগরিতে রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে কোহিনূর ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের কর্তৃপক্ষ। ১৬ মিনিট ৪৪ সেকেন্ডের ব্যবধানে একজন বৃটিশ নাগরিক মিকাইলকে টপকে এই রেকর্ডের শীর্ষস্থান দখল করেছেন মিথিল। তার চ্যালেঞ্জ ছিল টুথপেস্ট, ব্রাশ ও আরো কিছু রাসায়নিক দিয়ে বুদবুদ সৃষ্টি করা। কেবল বুদবুদ সৃষ্টি করাই নয়, তা হতে হবে দীর্ঘতম সময় ধরে। তিনি এই পরীক্ষাটি করেছিলেন ৬১ মিনিট ৪৪ সেকেন্ড ধরে। যা ছিল দীর্ঘতম। সেই বৃটিশ নাগরিক মিকাইলের সময় ছিল ৪৫ মিনিট। পরীক্ষার এসব ডকুমেন্ট তিনি পাঠান ৫ই মে।