খেলাধুলায় নারীর অংশগ্রহণ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে নারীদের এগিয়ে না আসার কয়েকটি কারণ গবেষণায় উল্লেখ করা হয়েছে। প্রধান কারণ আথির্ক অনিশ্চয়তা। এর পাশাপাশি মৌলিক চাহিদার জন্য অন্যের ওপর নিভর্রশীলতা, লিঙ্গবৈষম্য, পরিবারের বিরোধিতা, নারীদের বিশেষায়িত ক্লাব না থাকা, নিয়মিত টুনাের্মন্ট না হওয়া এবং অনুশীলনের জায়গার অভাবকে চিহ্নিত করেছেন ক্রীড়াবিদরা। গবেষণায় বলা হয়েছে, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসা নারী খেলোয়াড়দের বেশির ভাগেরই লক্ষ্য থাকে, আনসার ভিডিপি, পুলিশ, বিজেএমসির এমন সাভির্স টিমে খেলা, যাতে তারা এসব প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন এবং ভালো প্রশিক্ষণ পেয়ে নিজেকে আরও দক্ষ করতে পারেন। কিন্তু সারাদেশে জাতীয়পযাের্য় হাজারেরও বেশি নারী খেলোয়াড়ের মাত্র ৩৪ শতাংশই এমন চাকরি করছেন। পরিবারের কোনো মেয়ে খেলাধুলার প্রতি আগ্রহী হলে তাকে উৎসাহিত করতে হবে। ছোটবেলা থেকে সংস্কৃতিচচার্র মতো, খেলাধুলার চচার্ করা উচিত।