আইনের দৃষ্টিতে সমআশ্রয় লাভ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
আমাদের দেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও নারীরা আজও শোষণ-বঞ্চনা, অবহেলা-অনুন্নয়নের শিকার। সামাজিক, অথৈর্নতিক, রাজনৈতিক ও আইনগত ক্ষেত্রে বৈষম্য ও শোষণের শিকার হয়েই দেশের নারীরা সমাজে জায়গা করে নিচ্ছে। অথচ সব পুরুষ নারীর সমস্যা নিয়ে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার সময় এখনই। সরকার নারী উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করলেও প্রকৃতপক্ষে অধিকাংশ নারী এখনো রয়ে গেছে পদার্র অন্তরালে। সংবিধানের ২৭ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের সব নাগরিক অধিকারী। সংবিধানের ২৮ নাম্বার অনুচ্ছেদে আছে, রাষ্ট্র ও জনজীবনের সবর্স্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করবেন। সংবিধানের ২৯ নাম্বার অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কমের্ নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে নাগরিকের জন্য সমতা থাকবে; কিন্তু সংবিধানের উল্লিখিত উক্তিটিকে উপেক্ষা করেই যেন নারীদের অবদমিতভাবে সমাজে জায়গা করে দেয়া হচ্ছে। যেন অনেকটা সুযোগ আর কী। আমাদের দেশের গামের্ন্টশিল্পে নারী শ্রমিকদের ওপর শোষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। এখনো এ দেশে কমের্ক্ষত্রে নারীদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতা দেখা যায়।