নারীর ফেসবুক আসক্তি

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ০০:০০

সুমাইতা বুশরা
ফেসবুকে পুরুষের তুলনায় নারীদের আগ্রহই বেশি। তথ্যটি জানিয়েছে নরওয়ের বাজের্ন বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী। তারা ৪২৩ শিক্ষাথীর্র ওপর একটি গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছে। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে বয়স্কদের তুলনায় তরুণদের এবং পুরুষের তুলনায় নারীদের আসক্তি চরম পযাের্য় রয়েছে। যারা দুশ্চিন্তা ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের মধ্যেও ইন্টারনেট ব্যবহারকারী বেশি। কারণ এসব লোক ইন্টারনেটে বিভিন্নজনের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, গবেষণায় ফেসবুক ব্যবহারকারীদের আচরণ ও অভ্যাসগুলো পযের্বক্ষণ করা হয়। এতে জানা যায়, ফেসবুকের প্রতি আসক্তি কিছু কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে অনেকটা ওষুধ, অ্যালকোহল কিংবা অন্যান্য রাসায়নিক দ্রব্যে আসক্তির মতো। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, যারা একটু আড্ডাপ্রিয় স্বভাবের, তাদের মধ্যে ফেসবুকে আসক্তি বেশি। বিপরীতে যেসব লোক একটু উচ্চাভিলাষী ও সংগঠিত, তাদের ইন্টারনেটে আসক্তির হারটা কম। দ্বিতীয় বৈশিষ্ট্যের লোকেরা ইন্টারনেট ব্যবহার করে প্রথমত ব্যক্তিগত প্রয়োজনে কিংবা যোগাযোগের প্রয়োজনে। ‘বাজের্ন ফেসবুক আসক্তি’ সূচক ব্যবহার করে গবেষণাটি করা হয়েছে। ছয়টি মানদÐের ওপর ভিত্তি করে এ সূচক নিধার্রণ করা হয়েছে এবং এর ভিত্তিতে এক থেকে ৫ নম্বর দেয়া হয়েছে।