অপরাধবোধ ও লজ্জার বোঝা ঘাড়ে চাপানো

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
আধিপত্যের এ বিশেষ ধরনটা সবচেয়ে বিভ্রান্তিমূলক। যেসব নারী অপমানজনক আচরণ ও নীপিড়নের শিকার হন তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি সম্পকের্ অপরাধবোধের জন্ম হয়। প্রায়ই বলা হয়ে থাকে তার নিজের জন্য এবং তার আচরণের জন্য তিনি কেবল নিজেকেই দায়ী করতে পারেন। তাকে কমবেশি একথা শুনতেই হয়। এ রকমের বিচারের ফলে প্রায়ই নারীকে বিশ্বাস করতে হয়, সমালোচনাকারীরা ঠিক বলেছেন। এটা সম্ভবত আমার নিজের ভুল। আমি শুধু নিজেকেই দোষ দিতে পারি। এই বোধ অনেক নারীকে যা ঘটেছে সেটার জন্য নিজেকেই দায়ী করতে বাধ্য করেন, তাই সেটা যুক্তিসঙ্গত হোক বা না হোক। এসব ক্ষেত্রে পরিস্থিতি বিশ্লেষণ করে আসলে কী ঘটেছে সে সম্পকের্ বাস্তবসম্মত মতামত সৃষ্টি করা জরুরি। সবোর্পরি এটা বুঝতে হবে, নিজেকে অপরাধী ভাবার কোনো কারণ নেই। একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলোচনা করে দুজনে মিলে বিষয়টি/পরিস্থিতি বিশ্লেষণ করুন। আপনার পক্ষ সমথর্ন করতে আপনার বন্ধুদের ডাকুন। অন্য যেসব নারী এ রকম আচরণের শিকার হচ্ছেন তাদের পক্ষ সমথর্ন করুন। অন্তনিির্হত প্যাটানর্টাকে বিবেচনা করে ঘটনাটার একটা পরিষ্কার ছবি তৈরি করুন এবং অপরাধবোধ থেকে বেরিয়ে আসুন। যে/যারা আপনাকে দোষারোপ করেছে তার কাছে আবার যান এবং আসলে কী ঘটেছে তা বুঝিয়ে বলুন।