ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে আফরোজার সম্মাননা

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
সম্মাননা হাতে আফরোজা নাজনীন সুমি
বাংলাদেশের জনপ্রিয় শেফ ও কুলিনারী আটির্স্ট আফরোজা নাজনীন সুমিকে বিশেষ অতিথি হিসেবে সম্মাননা দেয়া হয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবের ২০১৮ পবের্। পশ্চিমবঙ্গের শরৎ সদনে এই উৎসব আয়োজন করে অনুভব পণর্শ্রী সাংস্কৃতিক সংস্থা। ২৬ অক্টোবর অনুষ্ঠিত এই উৎসবের প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিধায়ক শ্রীমতী বৈশালী ডালমিয়া, মানিক চ্যাটাজীর্, তপন বন্দোপাধ্যায় ও প্রবীর ঘোষ। বাংলাদেশ ভারতের মৈত্রীকে অনন্যমাত্রায় নিতে আয়োজন করা হয় এই উৎসব। শরৎ সদনে প্রায় হাজারো মানুষ অংশ নেয় এই উৎসবে। সেই উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন আফরোজা নাজনীন সুমি। বাংলাদেশকে উৎসবে তুলে ধরে সম্মাননা পাওয়া সুমি জানান, ‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা নিশ্চয় গবের্র একটি বিষয়। বাংলাদেশের লাল পতাকা ও সংস্কৃতি ভারতীয়দের সামনে তুলে ধরতে পেরে দারুণ লাগছে।’ বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি বিকাশের জন্য ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব আয়োজন করা হয়।