নারীদের অংশগ্রহণে পাল্টে যাচ্ছে দৃশ্যপট

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহীন সরদার
১৫ অক্টোবর ছিল আন্তজাির্তক গ্রামীণ নারী দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচাযর্ জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। রাজনীতি, কৃষি, অথর্নীতি, গবেষণা থেকে শুরু করে বতর্মানে প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে চলছে নারীরা। জাতীয় ও আন্তজাির্তক পযাের্য় নারীদের অংশগ্রহণে দৃশ্যপট পাল্টে যাচ্ছে, ত্বরান্বিত হচ্ছে জাতীয় উন্নয়ন। কিন্তু এখনো গ্রামে নারীদের কাজের তেমন একটা মূল্যায়ন করা হয় না। গ্রামীণ নারীদের অবদানের সঠিক মূল্যমান নিণর্য় করলে দেশের জিডিপির প্রবৃদ্ধি কয়েক শতাংশ বেড়ে যেত। আমাদের দেশের মোট জনসংখ্যার অধের্ক নারী। নারীরা বিভিন্নভাবে নিযার্তন ও বৈষম্য শিকার হচ্ছে। গৃহস্থালি কাজসহ গ্রামীণ নারীরা কৃষিকাজ এর সাথে সরাসরিযুক্ত। গৃহস্থালি কাজ ও নারীদের কৃষিকাজে অবদানের মূল্যায়ন করা হয় না। দেশের বিশ্বখ্যাতি অজের্নর পেছনে আজকের গ্রামীণ নারীর ব্যাপক অজর্ন থাকলেও তা স্বীকার করা হয় না। আমাদের এ বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে। আন্তজাির্তক গ্রামীণ নারী দিবস উপলক্ষে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচাযর্ জয়নুল আবেদিন মিলনায়তনে তারুণ্যের সমাবেশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ত্রিভুজ কৃষিতে গ্রামীণ নারীদের অবদানকে নাচ, গান এবং নাটকের মাধ্যমে তুলে ধরেন। বাকৃবিসাসের সভাপতি শাহীদুজ্জামান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. আলী আকবর। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান, মানুষের জন্য ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক শাহীন আনাম। গ্রামীণ নারীর অবদান বিষয়ে আলোকপাত করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অথর্নীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ইসমত আরা বেগম। তারুণ্যের সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষিতত্ত¡ বিভাগের অধ্যাপক মাহফুজা বেগম। তারুণ্যের আড্ডা ও আলোচনার ফঁাকে ফঁাকে সাংস্কৃতিক পরিবেশনা করে ত্রিভুজ। অনুষ্ঠানের শুরুতেই নারীর বিভিন্ন কমর্কাÐের ওপর প্রামাণ্যচিত্র প্রদশর্ন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার উপদেষ্টা বনশ্রী মিত্র নিয়োগী।