মিডিয়ায় নারীর অংশগ্রহণ

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
একটা সময় মিডিয়ায় নারীর অংশগ্রহণ ছিল খুবই কম। কিন্তু বতর্মান সময় আমরা অনেক নারীকে সংবাদমাধ্যমে দেখতে পাই। তাদের অবস্থানে তারা যোগ্যতার স্বাক্ষর রেখে প্রমাণ করেছেন নারী সব চ্যালেঞ্জিং পেশায় শক্ত অবস্থান নিতে পারে। কিন্তু একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাই দু-একজন ছাড়া নারীরা সংবাদমাধ্যমে নীতি-নিধার্রণী পযার্য় যাচ্ছে না এবং নারীদের সাধারণত সহজ বিট বলে গ্রহণযোগ্য নারী, শিশু, সাং¯ৃ‹তিক বিটগুলো দেয়া হয়। যেসব বিট থেকে নীতি-নিধার্রণী পযাের্য় সাধারণত যাওয়া কষ্টকর। নারীরা রাজনীতি, সংসদ, ক্রাইম বিটের মতো শক্ত বিটে নিজেদের যোগ্যতার প্রমাণ দিলেও বেশিরভাগ ক্ষেত্রে নারীদের এ বিটগুলো দেয়া হয় না। কারণ বলা হয় নারীরা এসব বিটে ভালো করতে পারবে না। সংবাদমাধ্যমে এ ধরনের বৈষম্য নারীকে বঞ্চিত করেছে তার অবস্থান থেকে।