নারীর কাজের অথৈর্নতিক স্বীকৃতি

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
নারীরা যেসব কাজ করে থাকেন, তার অধিকাংশেরই কোনো অথৈর্নতিক স্বীকৃতি, মযার্দা ও সম্মান পুঁজিবাদী সমাজে থাকে না। কারণ তাদের কাজের সিংহভাগ করা হয় ব্যবহারিক প্রয়োজনে। বাজারে বিক্রি করে তার বিনিময়ে অথর্ পাওয়ার উদ্দেশে তারা সে সব কাজ করেন না। এ সব কাজের কি কোনো মূল্য নেই। অবশ্যই আছে। গৃহস্থালির নানা ধরনের কাজে হাড়ভাঙা পরিশ্রম, সন্তানের জন্ম দেয়া ও তাদের নিবিড় প্রতিপালন ইত্যাদি ক্ষেত্রে নারীরা দিনের পর দিন ধরে সকাল-সন্ধ্যা যে মহামূল্যবান কাজ করে থাকেন তাকে কোনোভাবেই মূল্যহীন বিবেচনা করা যায় না। তাহলে কোন যুক্তিতে তাকে জিডিপির পরিমাপ নিধার্রণের হিসাব-তালিকার বাইরে রাখা হয়ে থাকে? জাতিসংঘ নিধাির্রত যে সিস্টেম অব ন্যাশনাল অ্যাকাউন্টসকে (এসএনএ) অনুসরণ করে দেশের জিডিপির হিসাব করা হয়, তাতে নারীর এসব বাজার বহিভ‚র্ত অথচ তাৎপযর্পূণর্ভাবে প্রয়োজনীয় কাজের ব্যবহারিক মূল্য অন্তভুর্ক্ত করার কোনো সুযোগ নেই।