নারীর নিরাপত্তা

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
এক অস্থির নিরাপত্তাহীন সময় পার করছি আমরা। বহুমাত্রিক উপায়ে নারীর প্রতি নিপীড়ন চলছে। তার বিপরীতে আবার গণজাগরণ তৈরি হচ্ছে, তা-ও উল্লেখ করার মতো। কোনো রাষ্ট্র বা সরকার সে বিষয়টি এড়িয়ে যেতে পারে, কাজেই সরকারকে বা রাষ্ট্রকে জবাবদিহি করতেই হবে। ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় সবপযাের্য় সহিংসতা তীব্র আকার ধারণ করছে। নিজেদের নিরাপত্তার দাবিতে নানা ধরনের অনাচার-বৈষম্য-নিপীড়নের বিরুদ্ধে কিছু বিচলিত মানুষ প্রতিদিনই কোনো না কোনো কমর্সূচি পালন করছে। নারী-পুরুষ, রাজনৈতিক কমীর্, নারী আন্দোলনের কমীর্, উন্নয়ন কমীর্, শিক্ষক-শিক্ষাথীর্ সবার উদ্বেগ বেড়েই চলেছে। সমাজের সবর্স্তরের মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা বোধ কাজ করছে। বিশেষ করে, নারীর প্রতি সহিংসতা, খুন, ধষর্ণ-নিপীড়নের মাত্রা অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। তা শুধু আমাদের দেশে নয়, পাশের দেশগুলোর কোনো কোনোটাতেও সব পেশার নারী নিযার্তনের শিকার হচ্ছে ঘরে, কমর্স্থলে, পথে-ঘাটে এমনি মোবাইল ক্যামেরা-ইন্টারনেটের দ্বারা নারীকে উত্ত্যক্ত করার ঘটনাও বেড়ে চলছে।