সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
চমেকে শিশু চোর সন্দেহে নারী আটক নন্দিনী ডেস্ক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অসুস্থ মায়ের পাশ থেকে ২ বছরের এক শিশুকন্যাকে চুরি করে নিয়ে যাওয়ার সময় আনোয়ারা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে। ২ জুলাই দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ৩২ নম্বর ওয়াডের্ এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফঁাড়ির ইনচাজর্ পরিদশর্ক জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শিশুর বাবা কক্সবাজার জেলার কুতুবদিয়া সৈয়দপাড়া এলাকায় শাহজাহান জানান, আমার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। আর আমি বাইরে অবস্থান করছিলাম। এই সুযোগে রোগী সেজে ওই নারী আমার শিশুকন্যা নাজিফাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় আমি এসে তাকে ধরে ফেলি। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সিএমপি পঁাচলাইশ থানার অফিসার ইনচাজর্ (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, শিশুর বাবা নিজে বাদী হয়ে নারী ও শিশু পাচার আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আনোয়ারা বেগম চট্টগ্রামের সীতাকুÐের হাজীপাড়া এলাকায় আবুল হাশেমের স্ত্রী। নিতে হবে উন্নয়নের কমর্সূচি নন্দিনী ডেস্ক নারীদের অধস্তন করে রাখার পাশাপাশি সবর্ত্রই নারীকে ঠকানোর এক প্রবণতা লক্ষ্য করা যায়। কমের্ক্ষত্রে তার জ্বলন্ত উদাহরণ রয়েছে। নিমার্ণ কাজ পযের্বক্ষণে দেখা যায়, কমর্ঘণ্টা একই থাকলেও নারীর প্রতি বেতনের বৈষম্য রয়েছে। পুরুষ শ্রমিকরা বসে বিশ্রাম করে, বিড়ি বা পান খায়, গল্প-গুজব করে। এভাবে পুরুষ শ্রমিকরা দিনের মোট কমর্ঘণ্টা থেকে এক থেকে দেড় ঘণ্টা কাজ কম করে। অথচ নারী শ্রমিকরা শুধু ২০-২৫ মিনিট খাওয়ার সময়টুকু বাদে কোনো বিশ্রাম গ্রহণ করে না। এভাবে হিসাব করে দেখা যায়, পুরুষ শ্রমিক থেকে নারী শ্রমিক দেড় ঘণ্টা কাজ বেশি করছে। অথচ নারীকে মজুরি দেয়ার সময় বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। নিমার্ণ কাজে নিয়োজিত নারী শ্রমিককে পুরুষ শ্রমিকের তুলনায় কম পারিশ্রমিক দেয়া হয়। যদিও প্রায়ই নারী শ্রমিককে নিধাির্রত সময়ের বাইরে আরও অধিক সময় ধরে কাজ করতে হয়। কিন্তু কোনো অতিরিক্ত পারিশ্রমিক দেয়া হয় না।