আইনই কি কেবল নিযার্তন রুখবে

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
হ্যঁা, প্রশ্নটা আমাদের সবারই। বাংলাদেশে এত এত শিশু ও নারী ধষর্ণসহ নানা নারকীয় অত্যাচার চলছেÑ এসব রোধে কী কেবল আইনই যথেষ্ট? কারণ আমরা একথা সবাই ভালোভাবেই জানি, সভ্যতার সূচনাকালে মাতৃতান্ত্রিক সমাজ যখন পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় রূপান্তরিত হলোÑ তখন থেকেই মূলত নারীরা হচ্ছে বৈষম্যের শিকার। আমাদের দেশে তো বটেই, উন্নয়নশীল বিশ্বের বেশির ভাগ দেশেই নারীসমাজ পেছনে পড়ে আছে, পদে পদে তারা অপমান, অবজ্ঞা, প্রবঞ্চনা আর লাঞ্ছনার শিকার। বিশ্বে ব্যাপক সংখ্যক নারী, যুবতী ও বালিকা প্রতিদিন যৌন নিযার্তনের শিকার হচ্ছে। নারী ও শিশু নিযার্তন দমন আইন অনুযায়ী, ধষের্ণর ফলে কোনো নারী বা শিশুর মৃত্যু হলে ধষের্কর মৃত্যুদÐের বিধান রয়েছে। আর ধষির্তার মৃত্যু না হলে রয়েছে যাবজ্জীবন কারাদÐের বিধান। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মামলার দীঘর্সূত্রতা। মামলার জট লেগেই থাকে। এ জন্য উচিত প্রতিটি ফৌজদারি ও দেওয়ানি মামলার নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেয়া।