ছাদ বাগানে শীতের সবজি

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

আখতার হোসেন খান, ভূঞাপুর, টাঙ্গাইল
শখের বশে মানুষ কত কিছুই না করে। সেই শখ এক সময়ে হয়ে উঠে নেশা অথবা জীবনের সফলতা এনে দেয়। তেমনি এক নেশাগ্রস্ত ছাদ বাগানের চাষি মনিকা আহম্মেদ। মনিকা আহমেদ রাষ্ট্র বিজ্ঞানে এমএ পাস একজন গৃহিণী। ব্যক্তি জীবনে দুই সন্তানের জননী। স্বামী সংসার সামলিয়ে শহরের জীবনে অবসরে করেন ছাদ বাগান। শীতের মৌসুমে শীতের সবজি চাষ করলেও এই ছাদে রয়েছে হরেক রকমের ফল ও ফুলের গাছ। এমনকি কলা চাষও করেছেন তিনি ছাদের উপরে। ১৫শ বগর্ফুটের একটি ছাদে তিনি করেছেন এই বাগান। দেশি-বিদেশি সব ধরনের ফুল ও ফলের গাছ রয়েছে। রয়েছে রংপুরের বিখ্যাত হঁাড়িভাঙ্গা আম, আমরূপালী, বাওকুল, আপেল কুল, পেয়ারা, জামরুল। ফুলের মধ্যে রয়েছে গঁাদা, চন্দমল্লিকা, রজনিগন্ধা ইত্যাদি। সেই থেকে করেছেন শীতের সবজি চাষও। ফুলকপি, বঁাধাকপি, বেগুন, গোলআলুসহ বিভিন্ন সবজি। মনিকা আহমেদ রংপুর শহরের প্রাণকেন্দ্রে নিজের বাসায় অবস্থান করেন। এই ছাদের শীতের সবজি তার প্রয়োজন মিটিয়ে তার আত্মীয়স্বজন ও মহল্লার লোকজনকে দিয়ে থাকেন। শখের বসে ছাদ বাগান করলেও পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষের গুরুত্ব উপলবদ্ধি করেছেন তিনি।