নারী অধিকার ও মযার্দা রক্ষায় আইন

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
পুরুষতান্ত্রিক এ সমাজে এখনো বাবা-মা পুত্রসন্তান চান, কন্যা নয়। বরং কন্যাসন্তান জন্মদানের অপরাধে মেয়েদেরই শাস্তি দেয়া হয় বা পুত্রসন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করেন বাবা। যৌতুকের জন্য প্রতিদিন গৃহবধূ খুন হচ্ছেন বা আত্মহত্যা করছেন। এমনকি নারী শ্রমিকরা আজও পাননি কমের্ক্ষত্রে সুষ্ঠু পরিবেশ, তাদের জন্য নেই টয়লেট ব্যবস্থা, নেই আবাসিক হোস্টেল। এখনো তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত এবং কমের্ক্ষত্রে যৌন হয়রানির শিকার। এ ছাড়া বিবাহবিচ্ছেদ, অভিভাবকত্ব, সম্পত্তির উত্তরাধিকারসহ সব ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে রয়েছে বৈষম্য। আইন করে বিবাহ ও বিচ্ছেদের যতটুকু অধিকার ও মযার্দা প্রদান করা হয়েছে তা বাস্তবায়ন হচ্ছে না। পারিবারিক আদালত মেয়েদের জন্য একটি অনুক‚ল পদক্ষেপ কিন্তু আদালতের সুযোগ থেকেও নারী বঞ্চিত। গ্রামগঞ্জে হচ্ছে নারী নিযার্তন, অনুরূপভাবে ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস, ইভটিজিং ও হত্যার মতো সব কমর্কাÐ, যা নারীকে ঠেলে দিচ্ছে দুবির্ষহ পরিবেশে।