অথৈর্নতিক নিযার্তনের শিকার বিবাহিত নারী

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
দেশে বিবাহিত নারীদের ৮০ শতাংশই জীবনের কোনো না কোনো পযাের্য় নিজের স্বামীর মাধ্যমে অথবা অন্য কোনোভাবে শারীরিক, মানসিক, যৌন কিংবা অথৈর্নতিক নিযার্তনের শিকার হয়েছেন বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১১ সালের প্রতিবেদনে এ ধরনের নিযার্তনের শিকার নারীর হার ছিল ৮৭ শতাংশ। এই হিসাবে চার বছরে বিবাহিত নারীদের ওপর নিযার্তন কমেছে। ২০১৫ সালের ১৩ থেকে ২২ আগস্ট সারাদেশে ২১ হাজার ৬৮৮ জন নারীর সঙ্গে কথা বলে তারা এই প্রতিবেদন তৈরি করে। ২০১৫ সালের জরিপে অংশগ্রহণকারী বিবাহিত নারীদের ৫০ শতাংশ শারীরিক নিযার্তনের শিকার হওয়ার কথা বলেছেন। আর যৌন নিযার্তনের শিকার হওয়ার কথা বলেছেন ২৭ শতাংশ বিবাহিত নারী। ২০১১ সালে শারীরিক ও যৌন নিযার্তনের এই হার ছিল যথাক্রমে প্রায় ৪৮ শতাংশ ও ৩৭ শতাংশ। জরিপ প্রতিবেদনে বলা হয়, ১৫ শতাংশ ক্ষেত্রে স্ত্রীর ওপর স্বামীরা নিযার্তন করেন আচরণ নিয়ন্ত্রণের জন্য। ১৫ থেকে ৩৪ বছর বয়সী বিবাহিত নারীরা নিযার্তনে শিকার হওয়ার কথা বলেছেন সবচেয়ে বেশি। জরিপে অংশ নেয়া গ্রামের বিবাহিত নারীদের ৫১ দশমিক ৮ শতাংশ জীবনের কোনো না কোনো সময় স্বামীর নিযার্তনের শিকার হওয়ার কথা বলেছেন। শহরে এই হার ৪৮ দশমিক ৫ শতাংশ; আর জাতীয় পযাের্য় ৪৯ দশমিক ৬ শতাংশ। অথৈর্নতিক নিযার্তনের ক্ষেত্রেও জাতীয় ও গ্রামীণ চিত্র প্রায় অভিন্ন। গ্রামের ১২ শতাংশ বিবাহিত নারী স্বামীর মাধ্যমে অথৈর্নতিক নিযার্তনের শিকার হওয়ার কথা বলেছেন। শহরে এই হার ১০ দশমিক ২ শতাংশ; জাতীয় পযাের্য় ১১ দশমিক ৪ শতাংশ। জরিপে দেখা গেছে, স্বামী ও স্ত্রী শিক্ষিত হলে নিযার্তন করার প্রবণতা এবং নিযাির্তত হওয়ার ঘটনা কম ঘটেছে।