আমেনার সংসারে সুখের ছেঁায়া

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
বরগুনার আমতলীতে হার না মানা এক জীবনসংগ্রামী নারী আমেনা বেগম। একসময় দরিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী। অধার্হারে অনাহারে জীবন চলত তার। অদম্য ইচ্ছাশক্তি, নিরলস পরিশ্রম ও আত্মপ্রত্যয় আমেনা বেগমকে দরিদ্রতা থেকে আলোর পথে এনেছে। আমেনা বেগম বিডিএস আমতলী শাখার বৈঠাকাট শাপলা মহিলা সমিতিতে ২০১৫ সালে সদস্যা হয় এবং ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করে বৈঠা গ্রামে তার বাড়ির সামনে ৫ শতাংশ জমিতে সবজি চাষ শুরু করেন। সবজি বিক্রি করে খুব লাভবান হন। ওই জমিতে সারাবছর একের পর এক সবজি চাষ করেন তিনি ২০১৬ সালে ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের টাকা পরিশোধ করে আবার ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করে আরও ৫ শতাংশ জায়গা মোট ১০ শতাংশ জমিতে সবজি চাষ করেন। বতর্মানে তার সবজি বাগানে পুঁইশাক, বেগুন, ডঁাটাশাক ও পাটশাক রয়েছে। সবজি বিক্রির টাকা দিয়ে নিয়মিত ঋণ পরিশোধ করে এবং নিজেরা খায় এবং আত্মীয়স্বজনের বাড়িও মাঝেমধ্যে পাঠান। ভালোভাবে সংসার পরিচালনা করেন। বতর্মানে তিনি স্বামী-সন্তান নিয়ে সুখে আছেন। আমেনা বেগমের এ সাফল্য সম্পকের্ বিডিএসের আমতলী শাখা ব্যবস্থাপক মো. মরিুজ্জামান হাওলাদার বলেন, কঠোর পরিশ্রম ও সততা ভাগ্যের চাকা ঘুরিয়ে দারিদ্র্য জয়ী আমেনা বেগমকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে। আমেনার মতো বিডিএস আমতলী শাখায় ২৫ জন সবজিচাষি রয়েছেন। তারা প্রত্যেকেই আজ স্বাবলম্বী। তারা সংসারের অভাব অনটনের দুঃখ-কষ্টের পরিবতের্ পেয়েছে সুখের ছেঁায়া।