নিযাির্তত নারী

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
আমাদের সমাজে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো দেখা হয় নিযার্তক পুরুষটির জয় এবং নিযাির্তত নারীটির পরাজয় হিসেবে। সমাজের আদেশ অমান্য করে নিযাির্তত নারীটির সমাজ কতৃর্ক চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। নিযাির্তত নারীটি ওই ঘটনার জের সারা জীবন বয়ে বেড়াতে বাধ্য হবে। পুরুষটি খুব ভালোভাবেই তুলতে সক্ষম হবে নারী কতৃর্ক প্রত্যাখ্যাত হওয়ার প্রতিশোধÑ বাস্তবে এমনটি ঘটতেই দেখা যায়। এমন ধরনের বাস্তব ঘটনাপ্রসূত চিন্তায় নিযার্তকরা এ ধরনের সহিংসতা ঘটানোর বৈধতা পেয়ে যায়। ঘটনাটি ফঁাস হয়ে গেলে যেহেতু নিযাির্তত নারীটি নিযার্তক পুরুষটির হাতের মুঠোয় চলে আসবে এবং সমাজে পুরুষ হিসেবে তার প্রতিপত্তি অনেকটাই বেড়ে যাবে সেহেতু সহিংসতা ঘটানোর পরে নিযার্তক পুরুষটি সমাজের কাছে ওই ঘটনাটি ফঁাস করে দেয়ার দায়িত্ব নিজ কঁাধে তুলে নেয়। সমাজের রুদ্ধদ্বার বৈঠকে ঘটনাটির মীমাংসা হয়, মেয়েটি সারাজীবনের জন্য চলে আসতে বাধ্য হয় নিযার্তকের হাতের কব্জায়।