ফেলনা কাগজ থেকে শৌখিন সামগ্রী

প্রকাশ | ১৬ জুলাই ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
অবসরে বাড়তি আয়ের জন্য বা পুরোদমে উপাজের্নর জন্য ফেলে দেয়া পুরনো কাগজ দিয়ে তৈরি করতে পারেন আসবাবপত্র। এ ছাড়া নিজের প্রয়োজন বা শৌখিন সামগ্রী তৈরি করা সম্ভব এই পুরনো কাগজ দিয়ে। এ ক্ষেত্রে নিজের ইচ্ছাশক্তিটাই বড় কথা এভাবেই কথাগুলো বললেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের মনির খানের স্ত্রী নূরুন্নাহার। অন্য এক গৃহবধূ সীমা বেগম বলেন, আমরা নিজেরাই নিজের প্রয়োজনীয় আসবাবপত্র কাগজ দিয়ে তৈরি করি। যদি এ আসবাবপত্র বাজারে বিক্রি করা যায় তবে ঘরে বসেই পুরুষসহ নারীরা বাড়তি আয়ের উৎস খঁুজে পাবেন। বতর্মানে এখানকার অনেক পরিবার তাদের তৈরি পণ্য বিক্রি করে টাকা আয় করছেন। আর এটা হতে পারে বাংলাদেশের জন্য একটি উদাহরণ। মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামে প্রায় ৫০টি পরিবারের নারীরা ফেলে দেয়া পুরনো কাগজ দিয়ে তৈরি করছেন বসার জন্য জলচৌকি, মোড়া, পিঁড়া, ধামা, টুপি, ফুলদানি, ব্যাগ, বিভিন্ন ধরনের ফুলসহ গ্রামীণ আসবাবপত্র ও শৌখিন সামগ্রী। প্রথমে শখের বসে এ কাজ করলেও এখন অনেকেই মনে করেন একটু সময় ব্যয় করলে কিছু বাড়তি টাকা উপাজর্ন সম্ভব। দিন দিন কাগজের তৈরি এসব আসবাবপত্র রাজৈর উপজেলায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। যে কারণে কোনো কোনো পরিবারের ৩-৪ জনও ব্যস্ত থাকেন আসবাবপত্র ও শৌখিন সামগ্রী তৈরির কাজে। গৃহবধূ, তরুণী-কিশোরী এমনকি শিশুরাও গল্পে গল্পে কাজে হাত লাগায়। রাজৈরের আলী ইমামের স্ত্রী জাহানারা বেগম বলেন, প্রথম প্রথম শখ করেই এসব আসবাবপত্র তৈরি করেছি। তবে এগুলো সংসারে অনেক কাজে লাগে। নিজে তৈরি করছি বলে প্রয়োজনীয় অনেক জিনিস বাজার থেকে কিনতে হচ্ছে না। তাতে অন্তত আমাদের টাকা বেঁচে যাচ্ছে। তবে এসব জিনিস বাজারজাত করতে পারলে অনেক ভালো হতো।