নারী লেখিকাদের রচনায় মুক্তিযুদ্ধ

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
ইতিহাস সাক্ষ্য দেয়। এটাই যে সে তার ঐতিহাসিক বিবর্তন তার সাহিত্যাঙ্গনেও ছাপ রেখে যায়। যুগে যুগে বিশ্বসাহিত্যে এই ছাপ নানাভাবে চোখে পড়ে। বাংলাদেশের স্বাধীনতার আকাশে বিজয়ী রক্তিম সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যে ইতিহাস রচিত হয়েছে সেটিও প্রতিফলিত হয়েছে নানা গুণীজনের সাহিত্য রচনায়। নারী লেখিকারাও এদিক থেকে পিছিয়ে ছিলেন না। তাদের শানিত কলমে বারবার উঠে এসেছে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমি। তাদের রচনায় মুক্তিযুদ্ধ প্রভাব ফেলেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। জাতীয়তাবোধ, দেশপ্রেম, মানবতাবোধ এবং ক্রান্তিলগ্নের ঝড়ঝঞ্ঝা, স্বদেশ বন্ধনা, মুক্তিযুদ্ধে নারীর বীরত্ব, নারীর ওপর পৈশাচিকতা এসব কিছু নিয়ে তাদের লেখার প্রয়াসে ছিল আত্মবিশ্লেষণের সাহস আর নির্ভীক চিন্তার অসংকোচ প্রয়াস। কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ প্রভৃতিতে নানাভাবে উঠে এসেছে শক্তিমান নারী লেখিকাদের দীপ্তকণ্ঠস্বর। এ ছাড়া যুদ্ধোত্তরকালেও বেড়েছে অনেক নারী লেখকের সংখ্যা।