মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কর্মে নারী

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
মুক্তিযুদ্ধবিষয়ক নারী গবেষক ও সাহিত্যকেরাও মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা। সাহিত্য সাধনায় বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা করেছেন, সাহিত্য রচনা করেছেন। মালেকা বেগমের মুক্তিযুদ্ধে নারীগ্রন্থের ১৫২ পৃষ্ঠায় সুফিয়া কামাল, নীলিমা ইব্রাহিম, জাহানারা ইমাম, রাবেয়া খাতুন, বেগম মুশতারী শফীসহ মোট ২২ জন গবেষকের নাম উলেস্নখ করেছেন। যেখানে মুক্তিযুদ্ধের ওপর প্রায় ২০০টি গ্রন্থ রচিত হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা ও অবদানের কথা যেসব গ্রন্থে পাওয়া যাবে তার একটি নির্বাচিত তালিকায় (২০০-২০১ পৃষ্ঠায়) মোট ৩৯ বইয়ের নাম উলেস্নখ করেছেন। উলেস্নখ্য, মুক্তিযুদ্ধে সর্বাধিক পঠিত তিনটি বই আমি বীরাঙ্গনা বলছি (নীলিমা ইব্রাহীম) একাত্তরের দিনগুলি (জাহানারা ইমাম) মা (আনিসুল হক) যা রচিত হয়েছে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকাকে কেন্দ্র করে।