একজন সিফানী

প্রকাশ | ২৪ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৮, ২৩:১১

জান্নাতুল মুমিনা
শারীরিক প্রতিবন্ধী সিফানী
নাম সিফানী। বয়স আনুমানিক ৩৫ বছর। জীবনের শুরু থেকে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন। আর দশজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করার ভাগ্য তার হয়নি। কেননা তিনি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। সিফানীর গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। তার বাবার একটি দোকান ছিল, সিফানী সেই দোকানে বসতেন এবং বাবাকে সহযোগিতা করতেন। এভাবেই চলছিল তার জীবন। মা মারা যান পঁাচ বছর আগে। হঠাৎ তার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। উপায়ন্তর না পেয়ে সিফানী আশ্রয় নেন বড় ভাইয়ের কাছে। কিন্তু ভাইয়ের বিয়ের পর সেখানেও তিনি বোঝা হয়ে পড়েন। বেঁচে থাকার তাগিদে সিফানী ঢাকায় আসেন। পঙ্গু সিফানী দুই বেলা ভাতের জন্য বেছে নেন ভিক্ষাবৃত্তি। ঢাকা শহরে আজ পঁাচ বছর ধরে সিফানী ভিক্ষা করে জীবনযাপন করছেন। সাভার চৌরাস্তায় তিনি থাকেন। সিফানীকে প্রতিদিনই সাভার ফুট ওভারব্রিজের ওপর ভিক্ষা করতে দেখা যায়। দৈনিক ১৫০-২০০ টাকা উপাজর্ন করেন। সিফানীর সঙ্গে কথা বলে জানা যায়, গরম, ঝড়-বৃষ্টিতে এভাবে সারা দিন বসে ভিক্ষা করতে তার খুব কষ্ট হয়। একবার তিনি য²ায় আক্রান্ত হলে ভিক্ষার টাকা দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সিফানীর ইচ্ছা, কেউ যদি তাকে কিছু টাকা দিয়ে একটি দোকান করে দিত তাহলে তিনি দোকানে বসে ব্যবসা করে বাকি জীবনটা কাটাতেন। তার এ ভারাক্রান্ত জীবনের কষ্ট কিছুটা হলেও লাঘব হতো।