কন্যাশিশু বোঝা নয়

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
পুরুষপ্রধান এই সমাজে কন্যাশিশুর জন্ম প্রায় অনাকাক্সিক্ষত। কন্যাশিশুর এ অবস্থার পেছনে কাজ করে পুরুষতান্ত্রিক সামাজিক মনস্তত্ত¡। পরিবার ও সমাজে এমন একটা বোধ গড়ে উঠেছে যেÑ ১. কন্যাশিশুরা পরিবারের প্রধান উপাজর্নকারী নয়, ২. প্রধান অথর্ উপাজর্নকারী নয় বলেই তার স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি বিষয়ে ব্যয় করা অযৌক্তিক, ৩. কন্যাশিশু মানেই বোঝা, কারণ তার বিয়ের সময় বিপুল ব্যয়, ৪. ভবিষ্যতে ছেলেশিশুরাই পিতা-মাতার ভরণ-পোষণ করে, ৫. কন্যাশিশুদের মেধা কম। আজ যে কন্যাশিশু আগামীকাল তাকেই নানান সামাজিক প্রথার ও দৃষ্টিভঙ্গির বন্ধনে জড়িয়ে নারী হিসেবে সমাজে উপস্থাপন করা হয়। এসব প্রথা ও দৃষ্টিভঙ্গি আবহমান কাল থেকে আমাদের সমাজ ধারণ করে আসছে, লালন-পালন করে আসছে। সমাজের এসব প্রথা কন্যাশিশুকে শুধু অবদমিতই করে না, তাকে পরিবারিক, মানসিক এবং শারীরিকভাবেও দুবর্ল করে তোলে। যুগ যুগ ধরে এর খেসারত দিতে হচ্ছে নারীকেই। ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের প্রাথমিক পযাের্য়ই নারী-পুরুষের সম্পকের্র মধ্যে পরিবতর্ন ঘটে।