অনলাইন ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হচ্ছেন নারী

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
বর্তমান যান্ত্রিক কর্মব্যস্ত দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্র আজ প্রযুক্তিনির্ভর এ ক্ষেত্রে পিছিয়ে নেই ঘরের নারীরা। নিত্য-নতুন পন্থায় এই প্রযুক্তির কল্যাণেই তারা তৈরি করে নিচ্ছেন তাদের নিজস্ব অবস্থান। অনলাইন ফ্যাশন হাউস, বাংলাদেশের প্রেক্ষাপটে ধারণাটি নতুন হলেও বর্তমানে ফেসবুক, টুইটারের মাধ্যমে মানুষের কাছে এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। সময়ের অভাব, পছন্দসই ডিজাইনের সামগ্রী না পাওয়া কিংবা যানজটের ভোগান্তির কারণে শপিংমলে গিয়ে কেনাকাটায় অনাগ্রহী ক্রেতাদের বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে অনলাইনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এসব ব্যবসায়িক কর্মকান্ড। অনলাইন ব্যবসায়-প্রতিষ্ঠানের বেশির ভাগ কর্ণধারই নারী। বিশ্বের সঙ্গে তাল-মিলিয়ে অনলাইন ব্যবসা-বাণিজ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশের অসংখ্য নারী। সাধারণ ব্যবসার মতো এখানেও সফলতা লাভ করছেন তারা। অনলাইন ব্যবসা সম্পর্কে, উদ্যোক্তা অদিতি হাসান বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে জীবন-জীবিকার জন্য নারীদের এখন অন্যের ওপর নির্ভরশীল হওয়ার কারণ নেই। দৃঢ় ইচ্ছাশক্তি, ধৈর্য, সঠিক পরিকল্পনা আর মেধা থাকলে এখন নারীরা ঘরে বসেই অনলাইন ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সহজেই সুপ্রতিষ্ঠিত হতে পারেন।