দুর্গম পাহাড়ের সংগ্রামী নারী

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৯, ০০:০০

য় নন্দিনী ডেস্ক
পাহাড়ে নারীদের সংগ্রাম সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের। সেখানে সমতলের নারীদের সঙ্গে তাদের সংগ্রামকে মেলানো যাবে না। শুধু পানি সংগ্রহের জন্য একজন নারীকে যে সংগ্রাম করতে হয় তা দেখলে জীবন থমকে যায়। পাহাড়ি দুর্গম পথে দুই থেকে ছয় মাইল হেঁটেও পানি আনতে হয়। তারপর অন্যান্য খাবার সংগ্রহ, কৃষিকাজ বা দোকান করা অথবা পিঠে ঝুড়ি ভরা কাঠ বা অন্যান্য কৃষিসামগ্রী সামনে সন্তানকে রেখে তার যত্ন করা এটা একজন আদিবাসী নারীর নিত্যদিনের কাজ। আদিবাসী নারী সমাজে এক সময় মাতৃতান্ত্রিক পরিবার থাকলেও নিয়মটা না বদলালেও সমাজ ক্রমেই পুরুষশাসিত হয়ে উঠছে। পুরুষশাসিত জুম্ম সমাজে পুরুষের প্রধান্য বিরাজমান। তবে সংসারের কাজ ছাড়াও জুম্ম নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ পুরুষের একক কর্তৃত্বের মাত্রাকে হ্রাস করেছে। পাহাড়ে জুম চাষে বন-জঙ্গল কাটার কাজ এবং সমতল ভূমিতে জমি কর্ষণ ছাড়া জুম্ম নারীরা অন্য সব কৃষি কাজে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে।