প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ভাতা

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
কক্সবাজার জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ‘অথৈর্নতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র ২০০ প্রশিক্ষণ গ্রহণকারীর মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই শুক্রবার কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে¡ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাহিদুর রহমান। অনুষ্ঠানের আয়োকরা জানান, কক্সবাজার জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ‘অথৈর্নতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের ২০০ নারীর প্রত্যেককে চার হাজার ৩৭৫ টাকা করে মোট আট লাখ ৭৫ হাজার টাকা ভাতা দেওয়া হয়েছে। এসব নারী গত চার মাস ধরে বিউটিফিকেশন, ক্যাটারিং, মাশরুম চাষ ও ফ্যাশন ডিজাইনের ওপর হাতেকলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।