দক্ষ নারীশক্তি ও সমাজব্যবস্থা

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
আমাদের অধের্ক জনশক্তি নারী। তাই দক্ষ নারীশক্তি গড়ে তোলার মাধ্যমে সমাজব্যবস্থার কাঠামো আরও সুদৃঢ় হতে পারে। যে কোনো পেশায় ভালো ডেলিভারির জন্য প্রয়োজন দক্ষতা। দক্ষতাই পারে আমাদের বেকারত্বমুক্ত একটি মানসম্মত সমাজ গঠনে সহয়তা করতে। সুদক্ষ নারী তার পরিবারকেও সহায়তা করতে পারে সুন্দর, সাবলীল ও পরিমাজির্তভাবে গড়ে তুলতে; কিন্তু এ সবই সম্ভব হবে তখন, যখন নারীরা তাদের জীবন গড়ে তোলার ব্যাপারে সচেতন হয়ে উঠবে। বিবাহিত নারীদের সংসারের দায়িত্ব একসময় তাদের ক্যারিয়ারের জন্য অন্তরায় হয়ে দঁাড়ায়। কিন্তু উন্নত দেশ যেমন, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, জামাির্ন, জাপান, চায়না, কোরিয়া ইত্যাদি দেশের পরিবারগুলোর দিকে তাকালে আমরা কী দেখতে পাই? মানলাম আমাদের পরিবারব্যবস্থা তাদের মতো নয়, কিন্তু একটি দেশের সামগ্রিক ব্যবস্থাপনার ওপর সে দেশের উন্নতি নিভর্র করে। আমরা শুধু তাদের ফ্যাশন, কথাবাতার্র স্টাইল, খাবারদাবারের ইত্যাদি বিষয়গুলো অনুকরণ করেই ক্ষান্ত হই, কিন্তু তাদের পরিবারগুলো নারী, পুরুষ, সন্তান কিংবা অন্যরা নিজেদের কাজগুলো নিজেরা সম্পন্ন করে কীভাবে একে অন্যের ওপর থেকে কাজের চাপ কমিয়ে নিয়ে এসে প্রত্যেকে প্রত্যেকের কাজকে সহজ করে দিচ্ছে সেগুলো ফলো করার চেষ্টা করি না। আমাদের দেশে মেয়েদের টেকনোলোজিতে বেশি বেশি এগিয়ে আসা প্রয়োজন। এটাই তাদের জীবনকে দিতে পারে একটি নিরাপদ আয়ের দিকনিদের্শনা, আনতে পারে সচ্ছলতা, গড়ে তুলতে পারে সম্মানজনক আইডেন্টিটি।