সফল চাষি আনোয়ারা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
কর্মদক্ষতায় জাগতিক জীবনে একদিকে যেমন সুখ, সচ্ছলতা এসেছে, অন্যদিকে সমাজে আর দশজন নারী অনুপ্রাণিত হচ্ছে। এমন একজন নারীর নাম আনোয়ারা বেগম (৪৭)। গৃহস্থালির পাশাপাশি স্বামীর সব কাজে সহযোগিতা করতেন। ব্যক্তিগত জীবনে আনোয়ারা দুই পুত্রসন্তানের জননী। ২০১৪ সালে আনোয়ারা বাড়ির আঙিনায় সবজি চাষের ওপর এসসিডিপির ট্রেনিং করার পর তার জীবনচক্র অনেকটাই পাল্টে যায়। বাড়ির আঙিনায় বেড করে বিষমুক্ত সবজি উৎপাদন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনসহ কেঁচো কম্পোস্ট (ভার্মি কম্পোস্ট) ও চালা কম্পোস্টের মাধ্যমে সার উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আনোয়ারা বেগমের এই কৃষিবান্ধব অর্থনৈতিক কর্মকান্ড দেখে এলাকার অনেক নারী উদ্বুদ্ধ হয়েছেন। তার বসতভিটার এক ইঞ্চি জমিও পতিত নয়। বিঘা খানেক বসতভিটায় আনোয়ারা পরিকল্পিতভাবে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন।