শিশুর জন্য নিরাপদ প্রযুক্তি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

নন্দিনী ডেস্ক
ঊনবিংশ ও বিংশ শতাব্দীর প্রযুক্তির চমকপ্রদ আবিষ্কার সমগ্র বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়। আধুনিক আবিষ্কারের অনিঃশেষ সফলতার অপ্রতিরোধ্য জয়যাত্রার অংশ ইন্টারনেট। বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার ইন্টারনেট, যা সারা বিশ্বকে মুহূর্তে হাতের মুঠোয় এনে দেয়। অথচ চমকপ্রদ এই আবিষ্কার বর্তমান প্রজন্মের জন্য এক অভিশাপের নাম। 'ইন্টারনেট আসক্তি' যা কেড়ে নিচ্ছে তরুণ প্রজন্মের সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং প্রত্যেককে পরিণত করছে ছেঁড়াদ্বীপে ইন্টারনেট আসক্তি বর্তমান প্রজন্মের জন্য মারাত্মক ভয়াবহ সমস্যার নাম। বর্তমান অধিকাংশ ছেলেমেয়ে ইন্টারনেট আসক্ত, তারা কোনো না কোনো স্ক্রিনের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকে। এর ফলে তারা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে, অনেকে লেখাপড়া ছেড়েই দিচ্ছে। অন্যদিকে আত্মীয় ও বন্ধু-বান্ধবের থেকে দূরে সরে যাচ্ছে ইন্টারনেটের ভার্চুয়াল জগৎ কেড়ে নিচ্ছে তাদের স্বাভাবিক জীবন। বর্তমান প্রজন্মকে করে তুলছে অমনোযোগী, অসহনশীল, অন্তর্মুখী কাঠের পুতুল।আশঙ্কার বিষয় হচ্ছে, ড্রাগ ব্যবহারের ফলে মানুষের মস্তিষ্কের কিছু অংশে যেমন পরিবর্তন ঘটে, ঠিক একই রকম পরিবর্তন ঘটে ইন্টারনেট আসক্তির ওপর অতি নির্ভরশীলতার ক্ষেত্রেও এ ছাড়া এই আসক্তি মানুষের স্বাভাবিক জীবন নষ্ট করে দেয়।