প্রযুক্তির ব্যবহারে এগিয়ে যাচ্ছে নারীরা

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
য় নন্দিনী ডেস্ক দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সি ৭১ দশমিক ৪ শতাংশ নারীর হাতে আছে মোবাইল ফোন। তবে এর ব্যবহারকারীর সংখ্যা আরও বেশি। বাংলাদেশ পরিসংখ্যান বু্যরোর (বিবিএস) জরিপ বলছে, তিন মাসে কমপক্ষে একবার মোবাইল ফোনে কথা বলেছেন দেশের প্রায় ৯৮ শতাংশ নারী। মোবাইল শুধু যোগাযোগের মাধ্যমই নয়, প্রাত্যহিক জীবনের অংশে পরিণত হয়েছে। সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সব পরিবারেই মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে। জরিপে দেখা যায়, বাংলাদেশের প্রায় ৯৬ শতাংশ পরিবারে অন্তত একটি ল্যান্ড ফোন বা মোবাইল ফোন আছে। ২০১২-১৩ সালে এই হার ছিল ৮৭ শতাংশ। সময়ের সঙ্গে পালস্না দিয়ে যোগাযোগের এ মাধ্যম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিবিএসের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯-এ এই চিত্র উঠে এসেছে। 'প্রগতির পথে বাংলাদেশ' শিরোনামে সম্প্রতি বিবিএস এই সমীক্ষার সারসংক্ষেপ প্রকাশ করেছে।