মুজিববর্ষে এক লাখ নারী উদ্যোক্তা সৃষ্টি

প্রকাশ | ১৪ মার্চ ২০২০, ০০:০০

য় নন্দিনী ডেস্ক
মুজিববর্ষে এক লাখ নারী উদ্যোক্তা সৃষ্টি করবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা জানান ফজিলাতুন্নেছা। বর্তমানে বাংলাদেশে যত উদ্যোক্তা আছেন, তার প্রায় ৩২ শতাংশ নারী। একটি দেশের উদ্যোক্তাদের মধ্যে কতজন নারী এ হিসাবে বিশ্বের ৫৪টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ৬ নম্বরে। বিশ্বব্যাংক গ্রম্নপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন ক্ষুদ্র ও মাঝারি নারী শিল্পোদ্যোক্তার সংখ্যা ২৩ লাখ। দেশের দরিদ্র্যতা বিমোচন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু এরপরও দেখা যাচ্ছে ছোট বা মাঝারি যে কোনো শিল্পেই নারী উদ্যোক্তাদের মুখোমুখি হতে হয় নানা ধরনের প্রতিকূলতার। উন্নত দেশের ২৫ ভাগ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধার নারী। অথচ বাংলাদেশে এই হার ১০ শতাংশের কম। নারী উদ্যোক্তারা চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছেন না। ঋণ পেতে পুরুষের চেয়ে বেশি শর্ত পূরণ করতে হচ্ছে। ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের নারী উদ্যোক্তারা উঠে আসতে পারছেন না। তাই মুজিববর্ষে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি ও তাদের সহযোগিতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।