নারী-পুরুষের সমতাপূণর্ অবস্থা

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৮, ০০:০০

নন্দিনী ডেস্ক
সন্তানের বেড়ে ওঠা, সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যদি তাদেরকে সেভাবে গড়ে তোলা না হয় এবং সমাজের সকল স্তরের বৈষম্য দূর করে নারী-পুরুষের সমতাপূণর্ অবস্থা যদি তৈরি করা না যায় তাহলে অধস্তন পযাের্য় যদি নারী থাকে সবসময়ই অপরাধ সমাজে চলতেই থাকবে। সে ক্ষেত্রে আমাদের সকলের দায়িত্ব ছেলেমেয়েকে যৌন হয়রানির যে ক্ষতিকারক দিক আছে এ বিষয়ে তাদের সচেতন করা এবং তাদের মনস্তত্ত¡ পরিবতের্নর ক্ষেত্রেও যে মূল্যবোধ তৈরির ক্ষেত্রে উদ্যোগ নেয়া প্রয়োজন। নিজেদের সুরক্ষাসহ আত্মপ্রত্যয়ী হওয়ার ক্ষেত্রে মনোবল তৈরি করা, কেউ উত্ত্যক্ত করলেও যাতে প্রতিরোধ করতে পারে এবং উত্ত্যক্তের কারণে আত্মহত্যা না করা ও কাউকে উত্ত্যক্ত না করার মানসিকতা তৈরি। মেয়েদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদশর্ন এবং উত্ত্যক্ত না করার সংস্কৃতি গড়ে তোলা। কেউ উত্ত্যক্ত করলে প্রতিহত করা এবং আত্মপ্রত্যয়ী হয়ে নিজেকে রক্ষা করে চলার যোগ্য করে তুলতে হবে।